‘মন মন্দির’ দেখতে মানিকতলার রাজেন্দ্রলাল স্ট্রিটে উপচে পড়ছে ভিড়

0
1

আম জনতা মেতেছে দুর্গোৎসবে। চতুর্থী থেকে শুরু হয়েছিল বাঙ্গালির মন্ডপ দর্শন । পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীর সকালেই পায়ে পায়ে বেরিয়ে পড়েছে কচিকাঁচার দল। আর বেলা বাড়তেই বিকেলে মন্ডপে মন্ডপে উপচে পড়ছে ভিড়।

ধুমধাম করে রাজেন্দ্রলাল স্ট্রিট সাধারণ দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গিয়েছে দুদিন আগেই। উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ সভাপতি অমিত দত্ত, সম্পাদক রুমকু চ্যাটার্জী,পুরপিতা ও আইনজীবি অয়ন চ্ক্রবর্তী এবং শিক্ষাবিদ পায়েল গুপ্ত শর্মা ।

৮০ তম বছরের পদার্পণ করলো এই পুজো। সাধারণ সম্পাদক রুমকু চ্যাটার্জী জানালেন, এ বছরের আমদের ভাবনা ‘মন মন্দির’। যেখানে মন আর মন্দির এক সাথে বিরাজ করে। সবমিলিয়ে ষষ্ঠীর বিকালে এই পুজোর থিম দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।