ফের হাই কোর্টে ‘মুখ পু.ড়ল’ গ.দ্দারের! সমবায় নিয়োগ মামলায় আবেদন খারিজ

0
1

ফের কলকাতা হাই কোর্টে মুখ পুড়ল গদ্দারের। সমবায় নিয়োগ মামলা করার অধিকারই নেই শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। আবেদন খারিজ করে জানিয়ে দিল আদালত।

হলদিয়ায় বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ প‌্যানেল নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে (High Court) মামলা করতে চান বিরোধী দলনেতা। প্রাক্তন চেয়ারম‌্যান হিসেবে শুভেন্দুর অভিযোগ, নিয়োগ প্যানেলে দুর্নীতি হয়েছে। প্যানেলের বাইরে বেশ কিছু প্রার্থীকে নিয়ম ভেঙে চাকরি দেওয়া হয়েছে। এরপরেই আজব যুক্তি শুভেন্দুর (Shubhendu Adhikari)। চেয়ারম্যান থাকলেও তিনি নাকি সেটা জানতেন- দাবি বিজেপি বিধায়কের।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চে প্রশ্ন ওঠে যেখানে শুভেন্দু নিয়োগে অংশগ্রহণ করেননি, সেখানে তিনি কীভাবে মামলা করলেন? আদালতের পর্যবেক্ষণ, হলদিয়া বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের ওই নিয়োগ প্রক্রিয়ায় শুভেন্দু অংশই নেননি। সুতরাং বিষয়টি নিয়ে মামলা করার এক্তিয়ারও তাঁর নেই।

তবে, যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ে র‌্যাগিং কাণ্ডের প্রতিবাদে গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শুভেন্দু বিরুদ্ধে। এফআইআর দায়ের করতে চায় পুলিশ। সেই আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। তবে, শুভেন্দুর ভাষা নিয়ে অসন্তুষ্ট আদালত। একজন জনপ্রতিনিধি এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলেও মনে করে আদালত। এফআইআর দায়ের করার আবেদন খারিজ হলেও শুভেন্দর বিরুদ্ধে অন‌্য মামলাগুলি চলবে।