নারীদের আরও শক্তি (Women Empowerment) দিতে হবে। যাতে নিজের সংসার ছাড়াও তাঁরা সমাজকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। পঞ্চমীর (Maha Panchami) সন্ধেয় আমডাঙা বিধানসভা কেন্দ্রের দত্তপুকুরের সন্তোষপুর মহিলাবৃন্দের দুর্গাপুজোর উদ্বোধনে এসে দেবী দুর্গার কাছে এমনটাই প্রার্থনা করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে অনুদান দিয়েছেন। গ্রামাঞ্চলের অনেক পুজো কমিটি সেই অনুদানে ভর করেই তাদের পুজো সম্পন্ন করে থাকেন।
অর্জুনের কথায়, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, এটাই সবচেয়ে বড় কাজ। তবে এদিন সেবামূলক কাজে নিয়োজিত পুজো কমিটি কিংবা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আশ্বাস দেন ব্যারাকপুরের সাংসদ। এদিন আমডাঙার মাধবপুর বারোয়ারী দুর্গাপুজো, নৈহাটির কুলিয়াগড় ছাড়াও নিজের সংসদীয় ক্ষেত্রের একাধিক পুজোর উদ্বোধন করেন অর্জুন সিং।