মাতঙ্গিনী হাজরা
(১৮৭০-১৯৪২) এদিন জন্মগ্রহণ করেন। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অসমের বাসিন্দা বলে উল্লেখ করলেও গান্ধীবুড়ি রূপে পরিচিত মাতঙ্গিনীর জন্ম হয়েছিল পূর্ব মেদিনীপুরের হোগলায়। বাবার নাম ঠাকুরদাস মাইতি। স্বামীর নাম ত্রিলোচন হাজরা। ১৮ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন। ১৯৩২ থেকে স্বাধীনতা আন্দোলনের নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। আশপাশের গ্রামে কলেরা, বসন্ত প্রভৃতি রোগের প্রাদুর্ভাব ঘটলে রোগীর সেবায় আত্মনিয়োগ করতেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন মেদিনীপুরের তমলুক থানার সামনে।
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(১৯২৪-২০১৮) এদিন অবিভক্ত ভারতের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনা সেখানকার পাঠশালায়। পরে ১৯৩০-এ কলকাতায় চলে আসা। শহরের মিত্র ইনস্টিটিউশন, বঙ্গবাসী এবং সেন্ট পলস কলেজে পড়াশোনা। ১৯৫১ সালে আনন্দবাজার পত্রিকায় কাজে যোগ দেন। একটা দীর্ঘ সময় তিনি ‘আনন্দমেলা’ পত্রিকা সম্পাদনা করেছেন। কবির পাশাপাশি নীরেন্দ্রনাথ ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা-গল্পকার, শিশুসাহিত্যিক, ভ্রমণ-কাহিনির লেখক, সম্পাদক এবং বানান-বিশেষজ্ঞ। পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি। ১৯৯০-এ বিশ্ব কবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর লেখা কবিতার পঙ্ক্তি ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল…’ বা ‘রাজা তোর কাপড় কোথায়…’ বাঙালির কাছে রীতিমতো প্রবাদে পরিণত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে ব্যাপক ধস নামে। শেয়ার সূচকে ৫০৮.৩২ পয়েন্ট পতন ঘটে। ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫০০ বিলিয়ন ডলার। স্রেফ মাকিন ডলারের দামে ক্রমাগত পতন ও সেদেশের বাণিজ্যখাতে বিপুল ঘাটতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলেই রাতারাতি এই ধস নেমেছিল।
রাইচাঁদ বড়াল
(১৯০৩-১৯৮১) এদিন কলকাতায় জন্মগ্রহণ করেন। সুরশিল্পী, সংগীত পরিচালক রাইচাঁদ সঙ্গতিয়া হিসেবেও খ্যাতিমান ছিলেন। বাবা লালচাঁদও ছিলেন সংগীতশিল্পী। রাইচাঁদ, তাঁর দুই ভাই ও তাঁদের বাবার চেষ্টায় তাঁদের ১/১ নং প্রেমচাঁদ স্ট্রিটের বাড়ি উচ্চাঙ্গ সংগীতের আখড়ায় পরিণত হয়েছিল। ১৯৩২-এ মুক্তিপ্রাপ্ত ‘চণ্ডীদাস’ হল প্রথম সবাক ছবি যাতে আবহসংগীত ব্যবহার করা হয় আর সেটি করেছিলেন রাইচাঁদ। প্রায় ১৫০টি ছবিতে সুরকার ছিলেন। আগে নাচগানের দৃশ্যে শ্যুটিংয়ের সময় গান রেকর্ড করা হত। ‘ভাগ্যচক্র’ (১৯৩৫) ছবি থেকে সে অসুবিধা দূর করলেন রাইচাঁদ, পাশে পেয়েছিলেন শব্দযন্ত্রী মুকুল বসুকে। শুরু হল নাচগানের দৃশ্য আলাদা করে শুটিং করে তা ছবিতে সংযোজনা করা। ১৯৭৯-তে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন রাইচাঁদ।
সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর
(১৯১০-১৯৯৫) ব্রিটিশ-ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃ পদার্থবিজ্ঞানী। তিনি এদিন এক তামিল পরিবারে জন্ম নিয়েছিলেন। ১৯৮৩-তে তারার বিবর্তন এবং জীবনচক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবিষ্কারের জন্য তাঁকে উইলিয়াম আলফ্রেড ফাউলারের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তারার বিবর্তন বিষয়ে তাঁর আবিষ্কৃত বিষয়টির নাম চন্দ্রশেখর সীমা।
১৮১২ বারো সপ্তাহ ব্যাপী নেপোলিয়নের রাশিয়া অভিযানের সমাপ্তি ঘটে এদিন। শুরু হয় পিছু হটা। মস্কোতে প্রবেশ করে ফরাসি বাহিনী দেখে শহর জ্বলছে, অনেকটাই পুড়ে গিয়েছে। জার আলেক্সজান্ডার আলোচনায় রাজি হননি। উলটে রুশ বাহিনী পুনর্গঠনে মন দেন। ওদিকে শীত আসছে। ফলে পিছু হটা ছাড়া আর কোনও উপায় ছিল না নেপোলিয়নের।