উৎসবের মরসুমে আরও জোরে ফাটানো যাবে শব্দবা.জি! বড় ছাড় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

0
1

আগের থেকে এবার আরও জোরে ফাটানো যাবে বাজি (Crackers)। এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দবাজির মাত্রায় ছাড় দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (West Bengal Pollution Control Board)। দূষণ ছড়ায় এমন বাজি আগেই নিষিদ্ধ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র উৎসবের সময় (Festive Time) পরিবেশবান্ধব বাজিকেই ছাড় দেওয়া হয়েছে। এতদিন এ রাজ্যের পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রেও শব্দমাত্রা ৯০ ডেসিবেল পর্যন্ত নির্ধারিত ছিল। তার থেকে বেশি শব্দ হয় এমন বাজিতে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এবছর থেকে সেই মাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করা হল।

ইতিমধ্যে, এই মর্মে রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম‌্যান জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে। তবে সাইলেন্ট জোনে ১০০ মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই সমস্ত জায়গায় ১২৫ ডেসিবেলের উপর শব্দবাজি ফাটানোর অভিযোগ এলেই কড়া ব্যবস্থা নেবে পর্ষদ। বর্তমানে রাজ্যবাসী মেতে উঠেছে দুর্গাপুজোয়। আর এই দুর্গাপুজোয় রাজ্যের বিভিন্ন প্রান্তে কম বেশি শব্দবাজি ফাটানো হয়। কিন্তু এরপরই আসছে দীপাবলি। সেই সময় রাজ্যজুড়ে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয় শব্দবাজিও ফাটানো হয়। তবে এবার পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রে ১২৫ ডেসিবেল মাত্রা পর্যন্ত ছাড় দেওয়া হল।