তিলোত্তমা কলকাতার অন্যতম এতিহ্য ট্রাম। কালের তালে শহরের রাজপথে ট্রামের অস্তিত্ব যাতে বিলুপ্ত না হয় তার জন্য শুরু থেকেই সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকার সময় তাঁর হাত ধরে একের পর এক নতুন ট্রেন গতি পেয়েছিল। শুধু তাই নয়, দুরন্ত নজর কেড়েছিল তার অনন্য ডিজাইনের জন্য। এবার শহরের পথে নতুন ট্রামের ডিজাইন করতে চলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পুজোর পরেই শহরের পথে দেখা যাবে অভিনব ডিজাইনের রঙচঙে ট্রাম।
এদিকে দেড়শো বছর ধরে শহরের ‘ঐতিহ্য’ হয়ে থেকে গেলেও ‘হেরিটেজ’ তকমা জোটেনি তার। তবে হেরিটেজ সচেষ্ট মুখ্যমন্ত্রী। শহরের রাজপথে ট্রামকে বাঁচিয়ে রাখাই তাঁর লক্ষ্য। তাই পুরনো ট্রামকে নতুন মোড়কে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছেন তিনি। ট্রামের ডিজাইন ও রঙ হবে মুখ্যমন্ত্রীর পছন্দ মতোই। নিজের হাতে ডিজাইন করবেন তিনি।
বৃহস্পতিবার, পঞ্চমীর দিন নতুন ট্রাম চালু করার ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। মন্ত্রী বলেন, “ট্রাম চলবে আগামী দিনে। শহরে আমরা ট্রামকে বাঁচিয়ে রাখব। কলকাতার স্মারক হিসেবে চারটি রুটে ট্রাম চালাব।” পরিবহণমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্রও। তাঁর কথায়, “ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে ট্রাম চলছে। নতুন ট্রাম চলবে চারটি রুটে।”
আরও পড়ুন:পরিবারকে নিয়ে ‘রাজনীতি’ নিম্নরুচির! বাকিবুর ইস্যুতে শুভেন্দুকে ধুয়ে দিলেন জ্যোতিপ্রিয়