সাইবার অপরাধ দমনে এবার পৃথক সাইবার অপরাধ শাখা বা CCW গঠন করল রাজ্য পুলিশ। নবান্ন সূত্রে খবর, ADG-র নেতৃত্বে ৪৯৩ জন আধিকারিককে নিয়ে এই শাখা কাজ করবে। এই শাখায় কাজ করার জন্য ১৮৮ টি নতুন পদ তৈরির কথাও জানানো হয়েছে। এর মধ্যে একজন ADG, একজন IG এবং একজন DIG থাকবেন। তিনটি পুলিশ সুপারও থাকছে। রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির বিভিন্ন সাইবার অপরাধ বিষয়ক শাখাকে এই সদ্য গঠিত সিসিডব্লিউ শাখার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।
রাজ্য পুলিশের ৩৪টি সাইবার থানার মামলা এবং তদন্ত সংক্রান্ত বিষয়ের উপর CCW নজরদারি করবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিআইডির সাইবার পেট্রল সেল, সাইবার ক্রাইম সেল, সাইবার ফরেন্সিক এবং ডিজিটাল এভিডেন্স লাইব্রেরি, রাজ্য পুলিশের ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ওই নতুন সিসিডব্লিউ-র অধীনে কাজ করবে। সিআইডির সাইবার ও সফটওয়্যার বিশেষজ্ঞেরাও সিসিডব্লিউ-র অধীনে চলে যাবেন।