প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরোলেন পর্ষদ সভাপতি

0
1

নিয়োগ মামলায় প্রায় ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালকে (Goutam Paul) । গতকাল অর্থাৎ বুধবার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সিবিআইকে (CBI)নির্দেশ দেন গৌতম পালকে নিজাম পালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সন্ধে ছটার মধ্যে পর্ষদ সভাপতিকে কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজির হতে হবে বলেও জানান তিনি। নির্ধারিত সময়ের আগেই সিবিআই অফিসে পৌঁছে যান পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Paul)। প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১০:৫০ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন।

সিবিআই অফিস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “কলকাতা হাইকোর্ট আমাকে সিবিআই অফিসে আসতে বলেছিল, আমি এসেছি। যা জানতে চাওয়া হয়েছিল সেগুলো জানিয়েছি।” গতকাল মুখবন্ধ খামে OMR শিট নষ্ট সংক্রান্ত মামলার একটি রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টের দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বারবার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে পর্ষদ! তদন্ত প্রক্রিয়া বন্ধ করতে চেয়ে বারবার সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এরপরই আদালতের নির্দেশ মতো পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।