চিত্রসাংবাদিক সুধীর চিত্রসাংবাদিক-সুধীর-কুমার উপাধ্যায়ের মৃ*ত্যুতে শো*কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

চলে গেলেন চিত্রসাংবাদিক সুধীর কুমার উপাধ্যায় (Sudhir Kumar Upadhyay)। ‘সন্মার্গ’ পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই চিকিৎসক আসেন। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কলকাতায় তাঁর নিজ বাসভবনে রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। সুধীর কুমার উপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রবীণতম চিত্রসাংবাদিক ‘সন্মার্গ’ পত্রিকার সুধীর কুমার উপাধ্যায় আর নেই জেনে আমি আন্তরিক দুঃখিত। প্রবীণ সংবাদকর্মী ও আলোকচিত্রী সুধীরদা আমাদের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাঁর প্রয়াণ এক গভীর শূন্যতার সৃষ্টি করল। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”