পুজোর মুখেই ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় দুজনের। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও ঘোষণা করেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে। বুধবার ভোরে দু’টি হস্তিশাবক-সহ ১৫টি হাতির একটি দল সুবর্ণরেখা নদি পেরিয়ে নয়াগ্রামে প্রবেশ করছিল। সেই সময় ৬ মাসের একটি শাবকের গর্তে পড়ে মৃত্যু হয়। সন্তান হারানোর কষ্টে কার্যত উন্মাদের মতো আচরণ শুরু করে মা হাতি। এদিক-ওদিক ছুটতে থাকে। হাতির শাবকের মৃত্যুর খবরে গ্রামের মানুষ ভিড় জমান সেই সময় আচমকাই মা হাতি গ্রামবাসীদের উপর চড়াও হয়। দুই গ্রামবাসীকে ধরে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম সহধর মাহাতো এবং অনন্ত জানা।
এমন খবর পাওয়ার পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঝাড়গ্রামের দেওলবার গ্রামে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। একটি মা হাতি তার মৃত শাবককে পাহারা দেওয়ার সময় আচমকাই হিংস্র হয়ে ওঠে। বন কর্মীদের সতর্কতা সত্ত্বেও তার আক্রমণে দু’জনের প্রাণ গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িও। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের বাড়ি দ্রুত মেরামতের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- অষ্টমী বাদে পুজোর সবদিন খোলা সরকারি হাসপাতালের আউটডোর