ইজরায়েলে পৌঁছেই সুর বদল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) পাশে বসিয়ে জানালেন, গাজার হাসপাতালে হামলায় দায়ী নয় ইজরায়েল। হামাসের নাম না করে ‘অন্য দল’কে হামলা চালানোর জন্য কাঠগড়ায় তুললেন বাইডেন।
এদিনই তেল আভিভ পৌঁছন বাইডেন (Joe Biden)। সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি। এরপরেই সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, “যা দেখেছি, তার ভিত্তিতে মনে হয় এটা অন্য কোনও দল করেছে।” সরাসরি নেতানিয়াহুর দিকে তাকিয়ে বাইডেন বলেন, “আপনি নন।” হামাসের বিরুদ্ধে ইজরায়েলের লড়াইকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানান বাইডেন। তাঁর কথায়, “আজ এখানে এসেছি, বিশ্বের মানুষকে এটা জানাতে যে, আমেরিকার অবস্থানটা ঠিক কী!”
এরপরেই হামাসের বিরুদ্ধে তীব্র নিন্দা করে বাইডেন। তাঁর কথায়, তারা এমন হিংসাত্মক হামলা চালাচ্ছে, যেটা ইসলামিক স্টেটসকেও হার মানাবে। বাইডেন মতে, অধিকাংশ প্যালেস্তিনীয়ই হামাসকে সমর্থন করেন না।
আরও পড়ুন: ৭৫-এ ড্রিম গার্ল! হেমার জন্মদিনে ভা.ইরাল রেখার নাচ, এলেন জয়াও
গাজা দখলের চেষ্টাকে কিছুদিন আগেই ইজরায়েলের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই গাজার হাসপাতালে হামলা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি এই হামলায়, কমপক্ষে ৫০০ জন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনায় নেতানিয়াহুকে আমেরিকার প্রেসিডেন্ট ভর্ৎসনা করবেন বলে মনে করে রাজনৈতিক মহল। তবে, ইজরায়েলে গিয়ে সেই জল্পনা উড়িয়ে কার্যত নেতানিয়াহুকে ক্লিনচিট দিলেন বাইডেন।