একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিদ্যুৎ চক্রবর্তীকে সরানো উচিত৷ ২০০৫ সাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন মানস মাইতি। সিইআরএন নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।ওই বিজ্ঞানীকে প্রকল্প থেকে সরিয়ে দেন বিশ্বভারতীর উপাচার্য। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওই অধ্যাপক কলকাতা হাই কোর্টে মামলা করেন।
এরই পাশাপাশি,২০২১ সালে উপাচার্যের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপকেরা। অভিযোগ, তার ছ’ঘণ্টারও বেশি সময় ধরে অধ্যাপকদের আটকে রাখা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন মানস। তিনি পুলিশ ডেকে এনে অধ্যাপকদের মুক্ত করেন। এর পরেই মানসকে শোকজ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শোকজ লেটারে বলা হয়, তিনি অন্য বিভাগের বিষয়ে নাক গলাচ্ছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়।
এই শোকজের নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মানস। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন।





































































































































