মাতৃপক্ষের শুরু থেকেই ঠাকুর দেখার ভিড় শহর কলকাতায় (Puja Crowd in Kolkata)। স্কুল , কলেজ , অফিসের এখনও পর্যন্ত ছুটি পড়েনি। তাই খুব স্বাভাবিকভাবেই এই ভিড়ের ঠেলায় নাকাল নিত্য যাত্রীরা। সোমবার দেবীপক্ষের দ্বিতীয় দিনে ১০ মিনিটের রাস্তা পেরোতে সময় লেগেছে ৪০ থেকে ৪৫ মিনিট। সকালের দিকে কিছুটা স্বাভাবিক ট্রাফিক থাকলেও, যত বিকেল গড়িয়েছে ততই যানজটের (Huge Traffic Congestion) জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। হাওড়া ব্রিজ (Howrah bridge)থেকে কলকাতা প্রবেশের রাস্তায় ছিল তীব্র যানজট। হসপিটাল রোড থেকে এজেসি বোস রোডে এবং এজেসি বোস রোড থেকে ডিএল খান রোড ক্রসিংয়েও তথৈবচ অবস্থা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পৌঁছতে এক ঘুম দিয়ে দেওয়া যাবে বাস বা অটোয়। বাইপাস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে আসার জন্য যাঁরা মা ফ্লাইওভার ধরেছেন, ভোগান্তি হয়েছে তাঁদেরও।

ক্যালেন্ডারের হিসেব বলছে আজ তৃতীয়া। পুজোর অফিশিয়াল সূচনা হতে আরও দিন দুয়েক সময় আছে। কিন্তু কলকাতার রাস্তা দেখে সেটা বোঝার উপায় নেই। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠাকুর দেখার ভিড়। কিন্তু এখনও পর্যন্ত তো সব জায়গায় পুজোর ছুটি পড়েনি। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়ে গেছে। দক্ষিণে গড়িয়াহাট মোড় থেকে যাদবপুর-গড়িয়া যাওয়ার রাস্তার যানজটে ভিরমি খেতে হচ্ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গিরিশ পার্ক যেতে অন্যান্য দিনের থেকে আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় লাগছে। আজ তৃতীয়াতেও একই দুর্ভোগের ছবি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।






































































































































