ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে আফগানিস্তান। সেই ম্যাচের নায়ক রহমনুল্লাহ গুরবাজকে শাস্তি দিল আইসিসি। ক্রিকেট ব্যাটের অপমান করার জন্য শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ৮০ রানের ইনিংস খেলেছিলেন গুরবাজ। কিন্তু রান আউট হয়ে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারির রোপে মেরেছিলেন গুরবাজ। সেই কারণেই শাস্তি দেওয়া হল তাঁকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করা নিয়মবিরুদ্ধ। গুরবাজ সেটাই করেন। তাই জন্য শাস্তি পেলেন তিনি। একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। দু’বছরের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয় এক।জন ক্রিকেটারকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় পেয়েছে আফগানিস্তান। এটাই এবারের বিশ্বকাপে প্রথম অঘটন। সেই ম্যাচেই আউট হয়ে ফেরার সময় মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। বাউন্ডারির রোপে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। শুধু তাই নয়, ডাগ আউটেও ব্যাট দিয়ে মারতে দেখা যায় তাঁকে। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করায় শাস্তি পেতে হচ্ছে তাঁকে। গুরবাজকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। দু’বছরের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয় একজন ক্রিকেটারকে। ফলে ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে উইকেটরক্ষক ব্যাটারকে।

আগামিকাল চেন্নাইতে পরের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন গুরবাজ।
আরও পড়ুন:‘বুমরাহকে নকল করলেই বিশ্বকাপে সফল হবেন শাহিন’, বললেন প্রাক্তন এই পাক ক্রিকেটার










































































































































