‘বুমরাহকে নকল করলেই বিশ্বকাপে সফল হবেন শাহিন’, বললেন প্রাক্তন এই পাক ক্রিকেটার

0
2

ভারতের মাটিতে সফল হতে শাহিন আফ্রিদির উচিত যশপ্রীত বুমরাহ-এর থেকে শেখা। এদিন এমনটাই বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস। চলতি বিশ্বকাপে এখনও বল হাতে সফল হতে পারেননি শাহিন। এখনও পযর্ন্ত বিশ্বকাপে তিন ম্যাচে ৪টি উইকেট নিয়ে দিয়েছেন ১৩৯ রান।

বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে ইউনিসকে। সেখানেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি জানি না শাহিনের ফিটনেস নিয়ে কোনও সমস্যা হচ্ছে কি না। উইকেট নেওয়ার জন্য শাহিন বলে অনেক বৈচিত্র আনার চেষ্টা করছে। সেটাই ভুল করছে। স্বাভাবিক বোলিং করতে পারছে না। প্রতিপক্ষ ব্যাটার বুঝে গিয়েছে যে শাহিন শুরুতে ইয়র্কার করার চেষ্টা করবে। তাই তারাও তৈরি থাকছে। সেখানেই ব্যাটারদের টেক্কা দিতে সমস্যা হচ্ছে শাহিনের। তার ফল ভুগতে হচ্ছে পাকিস্তানকে।”

এরপরই যশপ্রীত বুমরাহর উদাহরণ টেনে ওয়াকার ইউনিস বলেন,”বুমরাহ একটা নির্দিষ্ট লাইন ও লেংথে বল করছে। প্রতিটা বল উইকেটে করছে। ফলে ব্যাটার ভুল করলেই ও উইকেট পায়। শাহিনকে সেটাই করতে হবে। খুব বেশি বৈচিত্র করতে গেলে স্বাভাবিক বোলিংয়ে সমস্যা হয়। বুমরাহকে নকল করলে তবেই বিশ্বকাপে শাহিন সফল হতে পারবে।”

আরও পড়ুন:বাটা স্টেডিয়ামের জমজমাট ম্যাচে অভিষেক-রোনাল্ডিনহো