ডায়মন্ড হারবারে মাঠে নামবেন রোনাল্ডিনহো, ফুটবল মূর্ছনায় মাতবে বাংলা

0
1

বাঙালির শারদোৎসবে বাড়তি পাওনা রোনাল্ডিনহো। তিনি তিনদিনের কলকাতা সফরে আলোর রোশনাই ছড়াতে এসেছেন। রবিবার সন্ধ্যায় কলকাতায় পা দেওয়ার পর থেকে ঠাসা কর্মসূচি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের।বাংলার মানুষের ইচ্ছা রোনাল্ডিনহোর মতো শিল্পী ফুটবলার মাঠে নেমে তাঁর ক্যারিশমা দেখান। কিন্তু তিনি ১০ বছর আগেই খেলা ছেড়ে দিয়েছেন। ২০১৩ সালে শেষবার ব্রাজিলের জার্সি পরে খেলেছেন। দেশের হয়ে গোল রয়েছে ৯৭টি ম্যাচে ৩৩টি। বার্সেলোনায় সোনার সময় কাটিয়েছেন। একটা সময় মেসির সতীর্থ ছিলেন, স্প্যানিশ জায়ান্টের হয়ে গোল রয়েছে ৭০টি। মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে।রোনাল্ডিনহো পুজোর উদ্বোধনে ফিতে কাটছেন, এটি একেবারেই অচেনা ছবি।

ব্রাজিলের ৪৩ বছর বয়সি প্রাক্তন মিডফিল্ডার মঙ্গলবার যাবেন ডায়মন্ড হারবারে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় গিয়ে মাঠে নামবেন বলে জানা গিয়েছে।খোদ সাংসদের মাঠে থাকার কথা। রোনাল্ডিনহো দেখাবেন ফুটবল জাদু, তাঁর ফুটবল মূর্ছ্নায় মাতবে বাংলা। রোনাল্ডিনহোর উপস্থিতিতে ডায়মন্ড হারবার এফসি ও সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ওই ম্যাচে মাঠে নামবেন সবার প্রিয় ফুটবলার। একটা সময় তাঁর ভুবন ভোলানো হাসি ও স্কিল ট্রেডমার্ক হয়ে গিয়েছিল।সেই মূহূর্তের অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।