দেবীপক্ষে প্রকাশিত হল শারদীয়া সংবাদ দর্পণ

0
1

পুজো মানে একদিকে যেমন হুল্লোর, আনন্দ ,রাত জেগে ঠাকুর দেখা আবার পুজোর সঙ্গে জড়িয়ে আছে শারদীয় পত্রিকার বন্ধনও। সারা বছর যতই এটা ওটা বই পড়া হোক না কেন পুজো সংখ্যার প্রতি একটা বাড়তি আকর্ষণ থাকে পাঠকদের। সেই কথা মাথায় রেখে দেবীপক্ষে শারদীয়া সংবাদ দর্পণ আত্মপ্রকাশ করল। বাগবাজারের চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম অডিটোরিয়ামে বইটি প্রকাশ করেন হরিজন মহারাজ (Harijan Maharaj)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, বরাহনগর পুরসভার পুরপারিষদ সদস্য জয়ন্ত রায়, সাহিত্যিক শিব শঙ্কর বকসী, প্রদীপ কুমার পাল, শ্যামসুন্দর গুঁই, রুনা চৌধুরী, সাংবাদিক সুজিৎ চট্টোপাধ্যায় , সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত প্রমুখ।

পত্রিকার সম্পাদক জানান, এই পারিবারিক পত্রিকায় ছোট থেকে বড় প্রত্যেকের জন্য সাহিত্য রস সৃষ্টি করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিকদের পাশাপাশি নতুন লেখকদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। বই প্রকাশ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পাপড়ী গাঙ্গুলি। যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন অনীক চক্রবর্তী ও নৃত্য পরিবেশনায় জয়িতা বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চিতা সরকার।