যোগীরাজ্যে সাবান তৈরির কারখানায় ভ.য়াবহ বি.স্ফোরণ, মৃ.ত ৪

0
1

ভয়াবহ বিস্ফোরণ যোগীরাজ্যে। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের মিরুটের একটি সাবান তৈরির কারখানার গোডাউনে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন পাঁচজন।ঘটনার বিষয়ে মিরুটের জেলাশাসক দীপক মিনা জানিয়েছেন, ‘সাবান তৈরির কারখানায় বিস্ফোরণটি ঘটেছে। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আহতরা এখন বিপদমুক্ত।’ তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটল তার সঠিক কারণ জানা যায়নি। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যন্ত্রপাতিতে কোনও রাসায়নিক ব্যবহারের ফলে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা এই কারখানার শ্রমিক ছিলেন। তবে যারা মারা গিয়েছেন সকলে পুরুষ ও প্রত্যেকেই সাবালক।দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের পরিবারের সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। একইসঙ্গে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর নির্দেশও দেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।