Dumdum: তৃতীয়ার সকালে দুর্ঘ.টনা, আ.গুনে ভস্মী.ভূত পুজো মণ্ডপ!

0
1

মঙ্গলবার সকালে দমদমের একটি পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড (Fire break out in a Puja pandel in Dumdum)। নেতাজি সংঘ ক্লাবের (Netaji Sanghya Clup) মন্ডপে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়রা বলছেন, মন্ডপে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছিল। সেই সময় আগুন লেগে যাওয়ায় পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো।

পুজোর মুখে এমন দুর্ঘটনায় মর্মাহত উদ্যোক্তারা। তাঁরা জানাচ্ছেন যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেই মণ্ডপে কাজ চলছিল। তা সত্ত্বেও কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।