নাড়ুবাড়ির নাড়ু মিস্! ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনে আফসোস মুখ্যমন্ত্রীর

0
1

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার পুজোমণ্ডপে গিয়েই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু পায়ে চোটের কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতে থাকতে হচ্ছে তাঁকে। তবে, ভার্চুয়াল মাধ্যমে প্রতিদিন বিভিন্ন দুর্গাপুজোর (DurgaPujo) উদ্বোধন করেন মমতা। তবে, তাঁর আপসোস নিজে গিয়ে ‘নাড়ুবাড়ির’ নাড়ু খেতে পারলেন না। তবে, সেই নাড়ু তাঁকে পাঠিয়ে দেবেন বলে জানান উদ্যোক্তরা।

চেতলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, এ বছর পায়ে চোটের কারণে সশরীরে কোথাও যেতে পারছেন না। তবে আশ্বাস দিলেন, ২৭ অক্টোবর পুজো কার্নিভালের দিন দেখা হবে সবার সঙ্গে। তাঁর কথায়, সবাইকে খুব মিস করছি। ২৭ তারিখ পুজোর কার্নিভালে যাব। সেখানেই সবার সঙ্গে দেখা হবে। তাঁকে চা খাওয়াতে না পারায় দুঃখিত পুজো উদ্যোক্তারাও।

চেতলার বিভিন্ন পুজোয় থাকে রঙের বৈচিত্র্য। সেই কথা বিশেষ ভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে খুঁটিয়ে দেখেন মণ্ডপ থেকে প্রতিমা। বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের সাবেকি প্রতিমা দেখে মুগ্ধ মমতা। প্রতি মণ্ডপেই মন্ত্রোচ্চারণ করেন তিনি।