ফের পদ্মশিবিরে ভা.ঙন! খেজুরিতে শান্তনু সেনের উপস্থিতিতে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি নেতা-কর্মীর

0
3

২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফাটল চওড়া হচ্ছে বিজেপিতে। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরি দু’নম্বর ব্লক এলাকায় বিজেপি ছেড়ে শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার মধ্যে রয়েছেন বিজেপির বহু পদাধিকারী। তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলীয় মুখপাত্র ডাঃ শান্তনু সেন। তিনি বলেন, তৃণমূলকে ভোট না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেজুরির জন্য উন্নয়ন করেছেন। আর উল্টোদিকে মানুষের ভোট নিয়েও খেজুরির বিধায়ক-সহ বিজেপির অন্য জনপ্রতিনিধিরা দিল্লি গিয়ে বাংলার পাওনা টাকা আটকে দিয়েছেন। এর ফলে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির একাংশও রীতিমতো ক্ষুব্ধ। সেই উপলব্ধি থেকেই বিজেপির নেতা-কর্মীরা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এদিন তৃণমূলে যোগদান করলেন। তাঁর বক্তব্যে গদ্দার অধিকারীকে তুলোধনা করেন সাংসদ।

আরও পড়ুন- অমর্ত্য সেনের পক্ষে লেখার অ.পরাধ! ‘সা.সপেন্ড’ দলিত ছাত্রের হয়ে বিদ্বজ্জনদের চিঠি রাষ্ট্রপতিকে