বাটা স্টেডিয়ামের জমজমাট ম্যাচে অভিষেক-রোনাল্ডিনহো

0
1

কলকাতায় প্রথমার দিনই শহরে পা রেখেছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। সোমবার ঠাসা সূচির মধ‍্যেই দেখা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে। সময় কাটান লাল-হলুদ ফুটবলারদের সঙ্গেও। সোমবারের মতন মঙ্গলবারও ব‍্যস্ত সূচি ব্রাজিলিয় তরকার। এদিন দুপুরে মহেশতলার বাটা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি ফ্রেন্ডলি ম‍্যাচে অংশগ্রহণ করেন রোনাল্ডিনহো। এই ম‍্যাচে DHFC সামনে ছিল মন্ত্রী সুজিত বসুরোর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ম‍্যাচে ১-০ গোলে জয় পায় DHFC।

 

এদিন ব্রাজিলিয়ান তারকাকে দেখতে বাটা স্টেডিয়ামে ছিল উপচে পরা ভিড়। ব্রাজিলিও তারকাকে বাটা স্টেডিয়ামে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুজিত বসু, ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যরা। মাঠে ঢুকেই অভিষেকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন ব্রাজিলিয়ান তারকা। এরপর অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়, রোনাল্ডিনহো মাঠে নেমে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে হাতমেলান। গোলে শটও করেন ব্রাজিলিও তারকা।

ফুটবলের প্রতি বাঙালির এই আবেগ ও ভালবাসা দেখে মুগ্ধ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তীও। দোভাষীর মাধ্যমে বললেন, “ফুটবল নিয়ে উন্মাদনা দেখে আমি খুশি।” আগামিকাল ঢাকায় উড়ে যাবেন রোনাল্ডিনহো।

আরও পড়ুন:‘বাবরের থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হোক’, ভারতের কাছে হারের পর এমনটাই বললেন প্রাক্তন পাক ক্রিকেটার