ইজরায়েলের যু.দ্ধে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণীর! জেনে নিন তাঁদের পরিচয়

0
6

সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে পরিস্থিতি। দিন এগিয়ে চললেও একইভাবে চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, ইজরায়েলের(Israel) যুদ্ধে মৃত্যু হয়েছে দু’জন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) মহিলার (Women)। রবিবার এমন তথ্য সামনে এসেছে। গত ৭ অক্টোবর অর্থাৎ যে দিন প্রথম ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস, সেদিনই দু’জনের মৃত্যু হয়।

নিহত দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মধ্যে এক জনের বয়স ২২ বছর। তিনি ইজরায়েলের সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ইজরায়েলের অ্যাশডোড নিবাসী তরুণীর পরিবার ভারতীয়। অপর তরুণীর নাম কিম ডোকরাকর। জন্মসূত্রে মরাঠি এই তরুণী ইজরায়েলের সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তবে চলতি যুদ্ধে দু’জনেই প্রাণ হারিয়েছেন বলে ইজরায়েলের সেনা সূত্রে খবর।

ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে গত ৯ দিনে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের ২৮৬ জন সেনা। নিহত হয়েছেন ৫১ জন পুলিশ অফিসারও। এর পাশাপাশি অনেককে অপহরণ করেও নিয়ে গিয়েছে হামাস বাহিনী। সূত্রের খবর, এই দুই ভারতীয় তরুণী অফিসার ছাড়াও আরও একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার মৃত্যু হয়েছে যুদ্ধে। তবে সেই মহিলার নাম বা পরিচয় এখনও জানা যায়নি। উল্লেখ্য, ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ন’দিনে শুধু গাজ়ায় মৃত্যু হয়েছে অন্তত ২৬০০ জনের। জখম সাড়ে সাত হাজারেরও বেশি।