অবশেষে প্রতীক্ষার অবসান। অলিম্পিক্সে এবার থেকে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। এর ফলে ১২৮ বছর পর ফের দেখা যাবে অলিম্পিক্সে ক্রিকেট। গত শুক্রবার আম্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবে সম্মতি দিয়েছিল। আর সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হল। ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। ম্যাচ হবে টি-২০ ফর্ম্যাটে। তবে শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির একজিকিউটিভ কমিটি।

এদিন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস বাক জানিয়েছেন, আইওসি কোনও দেশের সঙ্গে আলোচনা করবে না। তবে আইসিসির সঙ্গে আলোচনা করে ঠিক করবে কীভাবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা যায়। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। কটা দল অংশ নেবে সেটা এখনও স্পষ্ট নয়।”

অলিম্পিক্সে এর আগে এক বারই ক্রিকেট আয়োজিত হয়েছে। সেটা হয়েছিল ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যাবে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































