R 10 একাডেমি: নিজের হাতেই ভারতে প্রথম ফুটবল একাডেমির সূচনা রোনাল্ডিনহোর

0
3

প্রতিক্ষার অবসান। ফুটবল কিংবদন্তি রোনাল্ডিনহো সোমবার শহরে এসে উদ্বোধন করলেন রাজারহাটের মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল একাডেমির। রোনাল্ডিনহোর দ্বারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি একাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন ফুটবল অ্যাকাডেমি। অন্যান্য একাডেমি গুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত। মার্লিন গ্রুপের লক্ষ্য এই কিংবদন্তির সাথে যুক্ত হয়ে আর টেন এর মাধ্যমে বাংলায় ফুটবল প্রতিভাকে অনন্য দূরত্বে নিয়ে যাওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা, ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা, মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাংঘভি সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রোনাল্ডিনহো এবং মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা মার্লিন গ্রু্পের পক্ষ থেকে জঙ্গলমহল ও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ১৪ বছরের কম বয়সী ১০ জন মহিলা ফুটবলারকে এক বছরের জন্য স্কলারশিপ আর্থিক সহায়তা প্রদান করেন। যা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে খেলার সাথে যুক্ত মহিলাদের ক্ষমতায়ন করা।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত আজ এই যে ফুটবল কিংবদন্তি মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল একাডেমিতে আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আমাদের একাডেমির সাথে যুক্ত হয়েছেন। মার্লিন রাইজ একটি বিস্তীর্ণ গ্রিনফিল্ড স্পোর্টস সিটি রুপে তৈরি হতে চলেছে। বিশ্ব সেরা ক্রীড়া কিংবদন্তি রোনাল্ডিনহো, মাইকেল ফেলপস, যুবরাজ সিং এবং টাইগার শ্রফের মত তারকারা আমাদের অ্যাকাডেমি গুলির সাথে যুক্ত হয়েছে । রোনাল্ডিনহো ফুটবল একাডেমির প্রশিক্ষন গত বছরের আগস্টের থেকে শুরু হয়েছে। আমরা খুব আশাবাদী এই আর টেন ফুটবল একাডেমি রাজ্য ফুটবলকে আরো উন্নত করবে। ইতিমধ্যে রোনাল্ডিনহো- R10 ফুটবল একাডেমি এবং যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স (YSCE) মার্লিন রাইজ এ চালু হয়ে গিয়েছে। টাইগার শ্রফ এর ম্যাট্রিক্স ট্রেনিং সেন্টার সহ মাইকেল ফেলপস সুইমিং আগামী দুই বছরের মধ্যে চালু হবে”।

মার্লিন গ্রুপের এই আর টেন একাডেমির ফুটবল মাঠে রয়েছে অত্যাধুনিক অ্যাস্ট্রোটার্ফ, উন্নত ড্রেসিং রুম এবং জাতীয়ভাবে প্রশিক্ষিত কোচ সহ বিশ্ব-স্তরের ফুটবল প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক অবকাঠামো। যেখানে আর টেন (R10) একাডেমির কোচদের দ্বারা বিশ্বমানের প্রশিক্ষণের পাশাপাশি ৫- এ সাইড এবং ৯- এ সাইডের ২টি ম্যাচ এক সময়ে খেলা যায়। স্পোর্টস সিটির এই মাঠে খারাপ আবহাওয়ার সময় অনুশীলন করার জন্য রয়েছে উন্নত ইনডোর মাঠ। মার্লিন রাইজের আর টেন (R10) ফুটবল একাডেমিতে ৫ থেকে ১৭ বছর বয়সী বাচ্চাদের প্রশিক্ষন দেওয়া হয়। এই একাডেমিতে ১০০ জন ছাত্র আর টেনের (R10) এর প্রধান ফুটবল একাডেমি দ্বারা নির্বাচিত বিশেষজ্ঞ কোচের নির্দেশনায় প্রশিক্ষণ নিয়ে থাকে। আর টেন (R10) একাডেমি দ্বারা নির্বাচিত সঞ্জীব বণিক, সম্রাট সেন, সাকিল আহমেদ নামে তিনজন প্রশিক্ষকের নির্দেশনায় একাডেমি সারা বছর ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয়। এটি ব্রাজিলের প্রধান আর টেন একাডেমির গ্লোবাল হেড কোয়ার্টার দ্বারা নির্ধারিত বৈশ্বিক প্রশিক্ষণের মান অনুসরণ করে থাকে। ব্রাজিলের আর টেন (R10) ফুটবল একাডেমির প্রধান কোচ জেফারসন সপ্তাহে দুবার অনলাইন মিটিং এর মাধ্যমে কোচদের নিয়মিত প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিনিয়ত এই ফুটবল একাডেমির নির্দিষ্ট ফুটবল প্রশিক্ষণের সময়সূচী এবং প্রতিটি ছাত্রের জন্য তার বয়স অনুযায়ী সমস্ত নিয়ম তৈরি করেন। এই আর টেন এর প্রধান বিষয় কোচেদের ‘ধৈর্য’ এবং মজাদার প্রশিক্ষণ। এই একাডেমির ছাত্ররা চলতি বছরে আইএফএ নার্সারি ফুটবল লীগ (অনূর্ধ্ব ১২) এবং আইএফএ কলকাতা ফুটবল লীগে (অনূর্ধ্ব ১৫ এবং ১৬) খেলেছে এবং সেখানে সফলভাবে গোল করেছেন৷ এই আর টেনের একজন শিক্ষার্থী সেই দলের প্রতিনিধিত্ব করেছে এবং দল চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন- কেমন আছেন শাকিব, খেলবেন ভারতের বিরুদ্ধে? মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর