খবর নিয়ে প্রতিবাদ

0
2

এখন বিশ্ববাংলা সংবাদ-এ পরিবেশিত একটি ভিডিও নিয়ে আপত্তি উঠেছে। ভিডিও-র বয়ান নিয়ে জনৈক ব্যক্তি আপত্তি করেছেন। বিষয়টি ছিল, ১৯ সেপ্টেম্বরের একটি ভিডিও। যেখানে স্লোগান দেওয়া হচ্ছে। বীরভূম জেলা থেকেই ভিডিওটি পাওয়া গিয়েছিল। স্লোগান শুনে যেটা মনে হয়েছিল তেমনই শীর্ষক করে ভিডিওটি আপলোড করা হয়েছিল। তারপরেই জনৈক ব্যক্তির আপত্তি কথা জানতে পারা যায়। তাঁর দাবি, যা লেখা হয়েছে, স্লোগানে তা বলা হয়নি।

জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভাল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন বিশ্ববাংলা সংবাদে এই ভিডিওটি আপলোড করা হয়নি। অন্য সংবাদমাধ্যমও যেভাবে পেয়েছিল আমরাও সে ভাবে পেয়েছিলাম। স্লোগান শুনে যেটা মনে হয়েছিল, সেটাই লেখা। অভিযোগ আসার পর ভিডিওটি ‘রিচেক’ করতে পাঠানো হয়েছে। যদি দেখা যায় যে খবরটি যথাযথ ছিল না, তাহলে খবরটি তুলে নেওয়ার পাশাপাশি ভুল স্বীকার করতেও অসুবিধা নেই। তার কারণ, এখন বিশ্ববাংলা সংবাদের খবর পরিবেশনায় কোনও নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। জানিয়ে রাখা ভাল, এর আগে আমাদের নিউজ পোর্টাল নিয়ে এই ধরনের অভিযোগ কখনও ওঠেনি। ফলে এখন বিশ্ববাংলা সংবাদ বিষয়টি গুরুত্ব নিয়েই দেখছে।