আজ দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

0
5

আজ দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু হতে চলেছে বাংলায়। নবান্ন সূত্রে খবর, বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। সরকারি এই অ্যাপ ক্যাব পরিষেবার নাম “যাত্রীসাথী”। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার এমন ঐতিহাসিক পদক্ষেপ নিল।

বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে উপভোক্তাদের। সার্জ চার্জের নামে অতিরিক্ত ভাড়া, অফিস টাইমে কিংবা বৃষ্টি হলেই ভাড়াবৃদ্ধির মতো ভুড়িভুড়ি অভিযোগ জমা পড়ছিল রাজ্য পরিবহন দফতরে। এছাড়াও যাত্রী নিরাপত্তা ও চালকদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল এই সব বেসরকারি অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে।

যাত্রী স্বাচ্ছন্দের প্রেক্ষিতে বিকল্প উদ্যোগের চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি দফতর এই অ্যাপটি তৈরি করেছে। মনে করা হচ্ছে, পরিষেবা চালুর পর বেসরকারি অ্যাপ ক্যাবগুলির থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন। এর আগে কিছু হলুদ ট্যাক্সিতে এই অ্যাপটি ইনস্টল করে পরীক্ষামূলকভাবে পরিষেবাটি চালু করা হয়। কলকাতা পুলিশের তত্বাবধানে শহরের চারটি জায়গায় সফলভাবে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। আজ এই পরিষেবা পুরোপুরি চালু হলে সাধারণ যাত্রীরা খুবই উপকৃত হবেন।