Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) বিশ্বকাপে বিরাট অঘটন। রবিবার গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান। ইংরেজদের বিরুদ্ধে ৬৯ রানে জয় পায় আফগানরা। ২৮৪ রান করে আফগানিস্তান। ইংল্যান্ড শেষ ২১৫ রানে।

২) পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা বন্ধ করতে বললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই শাহিনের বোলিং নিয়ে বেশ চর্চা শুরু হয়।

৩) দুর্গাপুজোর আবহেই শহরে ব্রাজিলের তারকা প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। রবিবার সন্ধ্যায় শহরে পা রাখেন ২০০২ বিশ্বকাপ জয়ী ফুটবলার। কলকাতায় তাঁর কর্মসূচি শুরু আজ থেকে। যাবেন মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

৪) পাকিস্তানের বিরুদ্ধে ব‍্যাট হাতে কিছু করার সুযোগ না পেলেও, উইকেটের পিছনে দুরন্ত পারফরম্যান্স করেন রাহুল। আর সেই সুবাদেই এবার টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশ্বকাপে চালু হওয়া সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রাহুল।

৫) পাক অধিনায়ককে বিশেষ উপহার দেন বিরাট কোহলি। ক‍্যামেরায় দেখা যায় বাবর আজমকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। সেই জার্সি নেন বাবর। বাবরের এমন কাজে একেবারেই খুশি নন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ