গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। বাবর আজমদের ৭ উইকেটে হারায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম্যাচের পরই পাক অধিনায়ককে বিশেষ উপহার দেন বিরাট কোহলি। ক্যামেরায় দেখা যায় বাবর আজমকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। সেই জার্সি নেন বাবর। সেই মুহূর্ত নিমিষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই মুহুর্তের প্রশংসা করলেও বাবরের এমন কাজে একেবারেই খুশি নন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম।
এই নিয়ে পাকিস্তানের এক টিভি চ্যানেলের শোয়ে ওয়াসিম আক্রম ক্ষোভের সুরে বলেন, “প্রত্যেকে এই ভিডিও বারবার করে দেখাচ্ছে। কিন্তু এমন খারাপ খেলার পর যখন সমর্থকরা হতাশ, তখন এইসব কাজ অন্দরমহলে করাই ভালো, খোলা মাঠে এসব করা ঠিক নয়। ভিডিওটি দেখার পর আমি সবাইকে এটাই বলেছি। এই দিনে এসব করা উচিত নয়। যদি তোমার এই কাজ করতেই হয়, তোমার মামার ছেলে যদি কোহলির জার্সি পেতে চায়, তাহলে ড্রেসিংরুমে ম্যাচের শেষে এসব করো।
গতকাল ম্যাচ শেষে দু’দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। বিরাট প্রথমে শাদাব খান ও তারপর বাবরের সঙ্গে কথা বলেন। বাবরের সঙ্গে কথা বলার ফাঁকেই নিজের একটি জার্সি নিয়ে আসেন বিরাট। সেটি বাবরের হাতে দেন তিনি। বাবরকেও হাসি মুখে সেই জার্সি নিতে দেখা যায়। তার পরেও বেশ কিছু ক্ষণ কথা বলেন তাঁরা।
FANBOY MOMENT FOR BABAR AZAM….!!
Babar asks for a signed from Virat Kohli and Virat gives it.https://t.co/Caq3GoQoaV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2023
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস