হা.মাসের ‘নুখবা’ বাহিনীর শীর্ষ ক.মান্ডার ইজরায়েলি হা.নায় হ.ত

0
1

গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে, এমন ঘোষণা আগেই করেছিল ইজরায়েল। সার্বিকভাবে হামলা তো আছেই, তার পাশাপাশি আঞ্চলিকভাবে গাজায় তল্লাশি অভিযান চালাচ্ছে তাদের সেনারা। তারমধ্যেই এবার গাজায় ইজরায়েল বায়ুসেনা হামলা করে। তাতেই নিকেশ হয় হামাসের এলিট বাহিনী নুখবার শীর্ষ কমান্ডার বিলাল আল কেদরা।

জানা গিয়েছে, দক্ষিণ গাজায় এয়ারস্ট্রাইক করে ইজরায়েল। সেখানেই লুকিয়ে ছিল বিলাল। হামলার অভিঘাতে মৃত্যু হয়েছে তার এমনই জানিয়েছে আইডিএফ। ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার এই হামলার ঘটনা ঘটেছে। এয়ার ফোর্সের ফাইটার জেট গাজার ওই বিশেষ জায়গায় চক্কর চালাচ্ছিল। আকাশ থেকেই বোমা ছোড়া হয়। আর তাতেই হামাসের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রাণ হারায় বিলাল।
বিলাল এর আগে ইজরায়েল সেনার হাতে ধরা পড়েছিল। ২০০৫ সালে ইজরায়েলিদের অপহরণ ও খুন করার অভিযোগে ধরা হয়েছিল। তবে পরে অবশ্য মুক্তি পায়। সেই বিলালকে নিকেশ করল এবার আইডিএফ।