দুপুরে আচমকা সোদপুর স্টেশনে তারে আ.গুন, ট্রেন চলাচল ব্যা.হত

0
1

রেলের (Rail) উদাসীনতায় ফের বিপত্তি! রবিবার দুপুরে আচমকা সোদপুর স্টেশনের উপর ফ্লাইওভারের সঙ্গে লাগানো তারের গোছায় আগুন লাগে। প্রথমে অল্প আগুন জ্বললেও  পরে সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। এলাকায় আতঙ্ক ছড়ায় তড়িঘড়ি রেলের পক্ষ থেকে তিন নম্বর এবং ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন (Train) চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভালে ফের ট্রেল (Train) চলাচল স্বাভাবিক হয়। প্রায় ৪০ মিনিট সোদপুর স্টেশনে তিন নম্বর ও ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদের। বারবার রেলের উদাসীনতার কারণে বিপদে পড়তে হচ্ছে যাত্রীদের। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই কেন্দ্রের।