বাংলার ‘পুষ্পা’ হচ্ছেন অঙ্কুশ! ট্রো*লের বন্যা সোশ্যাল মিডিয়ায়

0
1

পুজোয় সেজে উঠেছে টলিউড (Tollywood)। ৪টে বিগ বাজেট ছবি মুক্তি পাবে এবারের দুর্গা উৎসবে (Durga Utsav)।সেই নিয়ে মাতোয়ারা সিনে ইন্ডাস্ট্রি। কিন্তু মহালয়াতে চমক দিলেন এই টলিউডেরই আরেক অভিনেতা। আগেই জানিয়েছিলেন পিতৃপক্ষের অবসানে বিশেষ উপহার আনছেন দর্শকদের জন্য । অঙ্কুশ (Ankush) অনুরাগীদের মধ্যে এমনিই উত্তেজনা তৈরি হয়েছিল। প্রকাশ্যে এল নায়কের প্রযোজিত প্রথম ছবির ‘মোশন পোস্টার’। আর সেখানেই ‘পুষ্পা’ লুকে ধরা দিলেন নায়ক। কয়েক সেকেন্ডের ঝলকে বোঝা যাচ্ছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’ পরতে পরতে থাকবে অ্যাকশন। নায়ককে দেখেই এক দক্ষিণী তারকার সঙ্গে মিল খুঁজে পেলেন দর্শক। আর সঙ্গে সঙ্গে ট্রো*লের বন্যা সোশ্যাল মিডিয়ায় ।

গত কয়েকমাস ধরে অঙ্কুশের সময়টা ভাল যাচ্ছে না। বড় কোনও হিট ছবি নেই। যদিও উইন্ডোজের আগামী সিনেমা ‘ রক্তবীজ’এর আইটেম গানে ফাটিয়ে ডান্স করেছেন অভিনেতা। “গোবিন্দ দাঁত মাজে না” গানটা ইতিমধ্যেই সুপারহিট। তবে গতকাল নায়কের নিজের ছবির ঝলক মিলল। এমনিতেই এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বেশ ঘটা করেই নিজের প্রযোজনা সংস্থার ঘোষণা করেছিলেন অভিনেতা। কিন্তু যাঁর সঙ্গে হাত মিলিয়ে ব্যবসাটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর সঙ্গে ছবিটি তৈরি নিয়ে সমস্যা হয়। কিন্তু অঙ্কুশ দমবার পাত্র নন। নিজেই এই ছবি শেষ করার দায়িত্ব নিয়েছেন। চলছে কাজ, তাঁর মাঝেই এল ঝলক। নেটিজেনরা বলছেন নকল ছাড়া অঙ্কুশ কি কিছুই করতে পারেন না? আবার কেউ লিখছেন এ তো পুরো আল্লু অর্জুনের নকল। ‘পুষ্পা’ সিনেমার টুকলি বলেও নিন্দা করেন অনেকে।