রবিবার কুশিদার একটি ধানজমির পাশে একটি দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলার দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। আর মুখটা বিকৃত হয়ে গিয়েছে। অ্যাসিড হানা হলে যেমনটা হয়, সে ভাবেই ঝলসে গিয়েছে ওই মহিলার মুখ। ফলে, তাঁকে কেউ চিনতে পারেননি। দেহ উদ্ধারের সময় দেখা যায়, দেহের আশপাশেই পড়ে রয়েছে নিরোধের প্যাকেট। সেখান থেকে পুলিশের প্রাথমিক অনুমান গণধর্ষণ করে খুন করা হয়েছে।
ওই মহিলার শরীরের বেশির ভাগ জায়গায় কাটাছেঁড়ার দাগ। অ্যাসিডে ঝলসানো মুখ। তাই চেনার উপায় নেই। রবিবার সকালে এমন দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদার বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু দূরেই বিহার এবং বাংলার সীমান্ত এলাকা। ওই মহিলা স্থানীয় কেউ না কি, ভিন রাজ্যের বাসিন্দা, তা এখনও জানা যায়নি।