‘শাহিন যে দারুণ বোলার নয় এটা সবাইকে মেনে নিতেই হবে’, ভারত-পাক ম‍্যাচের পর বললেন শাস্ত্রী

0
1

পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা বন্ধ করতে বললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই শাহিনের বোলিং নিয়ে বেশ চর্চা শুরু হয়। তাঁর বোলিং নিয়ে অনেকেই তাঁকে তুলনা করছিলেন সেরা ফর্মে থাকা ওয়াসিম আক্রমের সঙ্গে। কিন্তু বিশ্বকাপে শাহিন একেবারেই ফর্মে নেই। ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেভাবে প্রথমে মেলে ধরতে পারেননি শাহিন। তাই এবার শাহিনকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করার কথা বললেন শাস্ত্রী।

শাস্ত্রী বলেন,” শাহিন ভাল বোলার মানছি। নতুন বলে উইকেট নিতে পারে। কিন্তু পাশে নাসিম শাহ না থাকলে এবং স্পিন বোলারেরা সাহায্য না করলে শাহিন কিছুই করতে পারবে না। ও তো আর ওয়াসিম আক্রম নয়। ভাল বোলার মানছি। কিন্তু এতটাও বাড়াবাড়ি ওকে নিয়ে করার দরকার নেই। ” এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন,” যদি ও ঠিকঠাক বল করে, তা হলে সেটাকে ঠিকঠাকই বলতে হবে। ওকে তার জন্যে মাথার উপরে তুলে নাচানাচি করা উচিত নয়। শাহিন যে দারুণ কোনও বোলার নয় এটা সবাইকে মেনে নিতেই হবে।”

আরও পড়ুন:প্রথমায় শহরে রোনাল্ডিনহো, একনজরে ব্রাজিলিয়ান তারকার কলকাতার সফরসূচি