যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে উদ্ধার করে আনা হল আরও ভারতীয়দের। রবিবার ভোরে দেশের মাটি স্পর্শ করল ইজরায়েল ফেরত চতুর্থ বিমান। কেন্দ্রীয় সরকারের অপারেশন অজয়ের অধীনেই ইজরায়েল থেকে আরও ১৯৭ জন ভারতীয়কে বিশেষ চার্টার বিমানে দিল্লিতে ফিরিয়ে আনা হল। এ দিন তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। বিশেষ বিমানে করে যারা ফিরে এসেছেন, তাদের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন।
বুধবারই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে অপারেশন অজয়ের ঘোষণা করেন। বৃহস্পতিবার প্রথম বিমানে ইজরায়েল থেকে দেশে ফেরেন ২১২ জন। এরপরে দ্বিতীয় বিমানে ২৩৫ জন ভারতীয়কে ইজরায়েল থেকে ফিরিয়ে আনা হয় শুক্রবার। রবিবার ভোরে আরও ১৯৭ জনকে ফিরিয়ে আনা হল ভারতে।
আরও ২৭৪ জন ভারতীয়কে নিয়ে শনিবারই রাত ১১টা ৪৫ মিনিটে তেল আভিভ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। এই নিয়ে মোট ৯১৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। ইজরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।