যু.দ্ধ বি.ধ্বস্ত ইজরায়েলের পাশে আছে আমেরিকা, আশ্বাস বাইডেনের

0
1

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের পাশে আছে আমেরিকা। তবে প্যালেস্তাইনের বাসিন্দাদের সুরক্ষা নিয়ে কড়া মনোভাব প্রেসিডেন্ট জো বাইডেনের। শনিবার তিনি প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছিলেন।গাজা শহরের বাসিন্দাদের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন একই দিনে ইজ়রায়েল এবং প্যালেস্তাইন উভয় সরকারের সঙ্গেই কথা বলেছেন। প্যালেস্তাইনে যুদ্ধের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন। প্যালেস্তাইন প্রেসিডেন্টকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যে কোনও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষ ভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা শহরের বাসিন্দাদের সাহায্যের কথা বলেছেন বাইডেন।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও শনিবার ফোনে কথা বলেছেন বাইডেন।
তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই।