শারদোৎসবেও নিজের লোকসভা কেন্দ্রের পাশে অভিষেক, একগুচ্ছ কর্মসূচি

0
1

সব সময়েই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের পাশে থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুর্গাপুজোতেও তার ব্যাতিক্রম নেই। একগুচ্ছ সামাজিক কর্মসূচি নিয়ে নিজের সংসদীয় এলাকায় ১৬ অক্টোবর থেকে হাজির হচ্ছেন তিনি। বস্ত্র বিতরণ দিয়ে কর্মসূচির শুরু।

একনজরে অভিষেকের কর্মসূচি:
সোমবার দুপুরে প্রথম কর্মসূচি রয়েছে সরিষা হাইস্কুল মাঠে। সেখানে বস্ত্রবিতরণ।
ওইদিনই আরও একটি বস্ত্রবিতরণ কর্মসূচি রয়েছে মশাট খাজেরপোল হাসপাতাল মাঠে।
সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার ১৯ অক্টোবর পর্যন্ত নিজের সংসদীয় কেন্দ্রের একাধিক জায়গায় আমজনতার মাঝেই থাকবেন অভিষেক। জনসংযোগের পাশাপাশি বাসিন্দাদের হাতে পুজোর নতুন উপহারও তুলে দেবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের (Abhishek Banerjee) কর্মসূচির আগে গত শুক্রবার ডায়মন্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠ ও মশাট খাজেরপোল হাসপাতাল মাঠ পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ও পর্যবেক্ষক শামিম আহমেদ। এই ক’দিনে স্থানীয় কয়েকটি পুজো মণ্ডপেও যেতে পারেন তৃণমূল সাংসদ।