পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরুর প্রহর গুনছে বাঙালি। সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ভিড়। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। সেজে উঠছে বাংলা। শহর কলকাতাতেও (Kolkata) শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়ার (Mahalaya) সকাল থেকেই ব্যস্ততা কুমোরটুলিতে। ইতিমধ্যেই মৃণ্ময়ী দুর্গা, মণ্ডপের দিকে রওনা দিতে শুরু করেছেন। এহেন আবহে হঠাৎ কলকাতায় হাজির হলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। ভিড়ে জমজমাট কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে দেখা গেল তাঁকে।
কলকাতা শহরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নতুন নয়। আগে যখনই বিদ্যার কোনও সিনেমার প্রমোশন হতো শহরে, সবার আগে মহা তীর্থ কালীঘাটে পুজো দিতে যেতেন তিনি। নিজে বাঙালি না হয়েও বাঙালিয়ানাকে মন থেকে ভালবাসেন। শনিবারের সকালেও বাঙালি পোশাকে পুজো দিলেন বলিউড অভিনেত্রী।সঙ্গে ছিলেন অভিনেত্রীর মুম্বইবাসী বোন ও ভগ্নিপতি। বাংলার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা বালান। তাঁকে কাছে পেয়ে আপ্লুত মন্দিরের দর্শনার্থীরা। শহরের একটি বড় পুজো মন্ডপে আজ বিদ্যা উপস্থিত থাকবেন বলে খবর।