পাকিস্তানের হারে বিশেষ মজা, যা ভালোবাসাতে নেই’, ভারত-পাক ম‍্যাচের আগে টুইট সেহবাগের, ভাইরাল পোস্ট

0
1

আজ বিশ্বকাপের মহারণে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ‍্যে। আলোচনাও বেশি হয় এই মহারণ নিয়ে। যেই আলোচনা থেকে বাদ গেলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এদিন ম‍্যাচের আগেই একটি টুইট করেন সেহবাগ। যেখানে পাকিস্তানকে হালকা খোঁচা দিয়েছেন বীরু। যেই টুইট ভাইরাল।

এদিন ভারত-পাক ম্যাচের আবহে এক ভ্রমণ সংস্থা সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেয়। তাতে তারা পাক সমর্থকদের ‘আমন্ত্রণ’ জানিয়েছে ভারতে। বিজ্ঞাপনে বিশেষ অফার দেওয়ার কথা বলা হয়েছে পাক সমর্থকদের জন্য। এদিকে সেই বিজ্ঞাপনে আবার টিভি ভাঙার একটি দৃশ্যও রয়েছে। আর সেই বিজ্ঞাপনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেহবাগ। ম‍্যাচ শুরু আগে সেই বিজ্ঞাপনটি বীরু টুইটারে পোস্ট করে লেখেন, “না ইশক মে, না প্যায়ার মে… জো মজা হ্যা পাকিস্তানকে হার মে।” অর্থাৎ, পাকিস্তানের হারে যত মজা, তত প্রেম, ভালোবাসাতেও নেই। এরপরই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। যা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে দলে ঢুকলেন গিল, বাদ পড়লেন ঈশান