রোহিতের ঝড়ো ইনিংস, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় টিম ইন্ডিয়ার

0
1

আটে আট ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ৮৬ রান করলেন তিনি। সঙ্গে গড়লেন নজিরও। এদিন ম‍্যাচ দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচে এদিন দেখা যায় ভারতীয় বোলারদের দাপট। প্রথমে ব‍্যাট প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯১ রান করে বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক বাবরের। ৫০ রান করেন তিনি। ৪৯ রান করেন রিজওয়ান। ৩৬ রান করেন ইমান উল হক। হাসান আলি করেন ১২ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের। উইকেট পাননি শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়া। ১৬ রানে আউট হন ম‍্যাচে ফেরা শুভমন গিল। এরপরই উইকেট হারান বিরাট। তিনিও করেন ১৬ রান। এরপর শ্রেয়াসকে সঙ্গী করে ভারতের জয়ের পথ প্রসস্থ করেন রোহিত। ৬৩ বলে ৮৬ রান করেন তিনি। ইনিংস সাজান ৬টা চার এবং ৬টা ছক্কা দিয়ে। এদিন নজিরও গড়েন রোহিত। একদিনের ক্রিকেটে ৩০০ ছক্কার নজির গড়েন তিনি। এদিকে ৫৩ রানে অপরাজিত শ্রেয়স। কে এল রাহুল অপরাজিত ১৯ রানে। পাকিস্তানের হয়ে দুই উইকেট শাহীন আফ্রিদির। একটি উইকেট হাসান আলির।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে কি করে এল সাফল্য, রহস্য ফাঁস করলেন কুলদীপ