পাকিস্তানের বিরুদ্ধে কি করে এল সাফল্য, রহস্য ফাঁস করলেন কুলদীপ

0
1

আজ আহমেদাবাদে হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ভারত-পাকিস্তান মহারণ। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯১ রানেই শেষ হয়ে যায় বাবর আজমের দল। সৌজন্যে ভারতীয় বোলারদের দাপট। বিশেষ করে কুলদীপ যাদবের একটি ওভার বদলে যায় পাকিস্তানের ইনিংস। এক ওভারে নিলেন সাউদ শাকিল এবং ইফতিকার আহমেদকে। কুলদীপের এই ওভারেই ভর করে চালকের আসনে আসে ভারত। কি করে এল সাফল্য? রহস‍্য ফাঁস করলেন কুলদীপ নিজেই।

ম‍্যাচের ইনিংসের বিরতিতে কুলদীপ বলেন,” উইকেট বেশ ধীরগতির ছিল। আমরা লেংথের উপরো জোর দিয়েছিলাম। ওরা আমার বোলিংয়ের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক হয়নি। তাই আমি বলের গতি এবং বৈচিত্রের দিকে নজির দিয়েছিলাম। গত কয়েকটা ম্যাচেই ভাল বল করেছি। উইকেটের খুব বেশি বাইরে বল করার চেষ্টা করিনি। কারণ ফিল্ডিংয়ে অনেক বিধিনিষেধ রয়েছে। তবে পাকিস্তানও খুব বেশি শটের বৈচিত্র খেলার চেষ্টা করেনি। রিজওয়ান আমার বলে প্রচুর সুইপ শট খেলেছে এমনটা নয়। তাই আমি অপেক্ষা করছিলাম কখন ও একটা খারাপ শট খেলে।”

এদিকে একলাখের বেশি দর্শকের সামনে খেলা নিয়ে কুলদীপ বলেন,” অবিশ্বাস্য লাগছে। অসাধারণ পরিবেশ। পাকিস্তানের বিরুদ্ধে এত লোকের সামনে খেলা দারুণ ব্যাপার। শুনলাম ৯০ হাজার বা তারই বেশি লোক হয়েছে। আমি ঠিক জানি না। কিন্তু পরিবেশটা উপভোগ করেছি।”

আরও পড়ুন:ভারতীয় বোলারদের দাপট, ১৯১ রানে ইনিংস শেষ পাকিস্তানের