পাকিস্তানের বিরুদ্ধে দলে ঢুকলেন গিল, বাদ পড়লেন ঈশান

0
5

পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরলেন শুভমন গিল। টস করতে নেমে জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম‍্যাচের হাত ধরে বিশ্বকাপে ফিরলেন শুভমন। বাদ পড়লেন ঈশান কিষাণ।

 

এদিন টস করতে নেমে শুভমন প্রসঙ্গে রোহিত বলেন,” ঈশান কিষাণের জায়গায় শুভমন গিল দলে ঢুকেছে। ঈশানের জন্য ব্যাড লাক। কিন্তু গিল আমাদের জন্য অসাধারণ একজন খেলোয়াড়। ও আজ ম‍্যাচে খেলবেন। গিল এই মুহূর্তে ভালো খেলছে। বিশেষ করে গোটা বছরে অনেক শতরান করেছে। ওর দলে না থাকাটা যেমন একটা খারাপ দিক। ঠিক তেমনই ও ফিরে আসায় আমাদের অনেক ভালো হয়েছে। গিল ছিল না বলেই ঈশান খেলেছে। কিছু করার নেই, ঈশানকে বসতেই হবে।”

বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। খেলতে পারেননি প্রথম দুই ম‍্যাচ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ খেলতে পারেননি শুভমন। শুভমনের বদলে প্রথম দুই ম‍্যাচে দলে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান। শুভমনকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও এক দিন পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর চেন্নাই থেকে আহমেদাবাদে চলে আসেন শুভমন। অনুশীলনও করেছিলেন তিনি। তখনই শুভমনের খেলার সম্ভাবনার কথা জানা যায়। রোহিত সাংবাদিক বৈঠকে শুক্রবার বলেও দিয়েছিলেন যে, শুভমনের খেলার সম্ভাবনাই বেশি। আর সেটাই হল।

আরও পড়ুন:ভারত-পাক মহারণ দেখতে আহমেদাবাদে হাজির বিরাট পত্নী