মহালয়ার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire Break Out)। হাওড়ার (Howrah) ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেল তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের ১১ টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কারখানার ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে গিয়েছে বলেই দমকল সূত্রে খবর।

আজ সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁকরাইলের ভগবতীপুরে ইমামি (Emami)ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী আগুন লাগে।আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কী করে আগুন লাগল তা স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান শট সার্কিট থেকেই এই মারাত্মক কাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।






































































































































