বৃহস্পতিবার শ্রম বিভাগের কনফারেন্স হলে (Conference Hall of Labour Department in ) পশ্চিমবঙ্গের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল ইন্ডাস্ট্রিজের জন্য শিল্পভিত্তিক বোনাস নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকের আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর (Minister in Charge, Labour Department) উপস্থিতিতে এই ত্রিপাক্ষীয় বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন INTTUC, CITU এবং INTUC তাদের জেলা প্রতিনিধিদের সাথে সভায় অংশ নেন। বৈঠক সদর্থক হয়েছে বলে জানান INTTUC এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay)।
এই বোনাস নিষ্পত্তি থেকে বাংলার প্রায় ১৫০টি স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস, রোলিং মিল শিল্পের সঙ্গে যুক্ত প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিক সরাসরি উপকৃত হবেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে,২০২২-২৩ FY-এর জন্য ২০২৩-এর বোনাস আগের বছরে দেওয়া বোনাসের থেকে ০.৫% হারে করা হবে। বোনাসের টাকা আগামী ১৮ অক্টোবরের মধ্যে দিয়ে দেওয়া হবে।অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত সফলভাবে এই ত্রিপাক্ষিক বৈঠক পরিচালনা করেন। জয়েন্ট লেবার কমিশনার, আসানসোল জোন, দুর্গাপুর ও বাঁকুড়ার ডেপুটি শ্রম কমিশনার এবং দুর্গাপুর ও কলকাতার সহকারী শ্রম কমিশনাররা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন।