শনিবার বিশ্বকাপে ভারত-পাক মহারণ, কী বলছে আবহওয়া?

0
3

হাতে আর মাত্র একটা দিন। তারপরই একদিনের ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে মানুষের মধ‍্যে। তবে এরই মধ‍্যে সামনে এল ভিলেন বৃষ্টির সম্ভাবনা। আবহওয়া দফতরের খবর অনুযায়ী ১৪ অক্টোবর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে।

আহমেদাবাদের আবহাওয়া দফতরের প্রধান মনোরমা মোহান্তি এই নিয়ে বলেন, “শনিবার বৃষ্টি হতে পারে। পরের পাঁচ দিন সেই সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। আহমেদাবাদ ছাড়াও গুজরাতের উত্তর দিকের শহরগুলিতে বৃষ্টি হতে পারে।”

এদিকে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, ভারত-পাকিস্তান ম‍্যাচের আগে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বিসিসিআই। ভারত-পাক মহারণের আগে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

আরও পড়ুন:বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শুভমনকে নিয়ে কী চিন্তাভাবনা বিসিসিআইয়ের?