Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গেল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের কাছে ১৩৪ রানে হারল অজিরা। শুরুতে ব্যাট করে ৩১১ রান করে প্রোটিয়ারা। ব্যাট করতে নেমেও ব্যর্থ হওয়ায়, ফের হারতে হল প্যাট কামিন্সদের।

২) বিশ্বকাপে সুযোগ না পেয়ে রোহিতের ১২ বছর টুইট ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ্মণের। ১২ বছর বাদে সেই হিটম্যানই একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭) করার বিশ্ব রেকর্ড করে ফেলেছেন।

৩) আজ মারডেকা কাপের ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ মালয়েশিয়া। বুকিত জালিল স্টেডিয়ামে বসতে চলেছে এই ম‍্যাচের আসর। এই ম‍্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনায় ফুটছে ব্লুজরা।

৪) বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ আসেন গিল। আর সূত্রের খবর আহমেদাবাদ প‍ৌঁছে অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। দীর্ঘক্ষণ নেটে ব‍্যাট হাতে অনুশীলন করেন তিনি।

৫) রোহিতের এই পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করলেন তিনি। পাশাপাশি ৪ উইকেট নেওয়া যশপ্রীত বুমরাহও প্রশংসায় মাতলেন সচিন।

আরও পড়ুন:ফের হার অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হারল অজিরা