সাতসকালে শোবার ঘর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘি থানার ইস্তারনপুর এলাকায়। মৃত যুবকের নাম বিজন পাইক(Bijan Paik), বয়স ২৫। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল রাতেও সবার সঙ্গে কথা বলে ঘুমোতে যান যুবক। সকালে ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় জোর করে দরজা ভেঙে বিজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রাতে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল (What’s app video call) করে আত্মহত্যার কথা বলেছিলেন বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায় মৃত যুবক বছর আটেক আগে বিয়ে করেন। ৫ বছরের শিশু সন্তানও আছে। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।এরপর মৃতের স্ত্রী চলে যান তাঁর বাপের বাড়িতে। কিছু দিন আগে একটি স্বনির্ভর গোষ্ঠী থেকে ৭০ হাজার টাকার লোন তুলেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিকালে স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা তাঁদের অফিসে ডেকে পাঠায়। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত হন সেখানে । জোর করে বিজন লোন নিয়েছেন বলে একটি কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। রাতে স্ত্রীর সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় এবং তাঁকে ফিরে আসার কথা জানায় বিজন। আত্মহত্যা করার কথাও বলেন ভিডিও কলে।তারপরেই গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। রায়দিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।



 
 
 
 

































































































































