মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্যে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কালীঘাটের বাড়িতে বৈঠকের পর এমন কথাই জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মেয়র বলেন, ‘‘মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ৮,৪০০ জন পুরুষ এবং ৩,৬০০ জন মহিলা।’’
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) মাধ্যমে হবে নিয়োগ হবে রাজ্য পুলিশে।এর আগে জুলাই মাসে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশে ২,৫০০ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। রাজ্য পুলিশের বাহিনী এতে আরও শক্তিশালী হবে বলে মনে করছে শাসক শিবির।