বিরাট-নবীন ঝামেলা উধাও, ভারত-আফগান ম‍্যাচে সৌজন্যতা, কোহলির প্রশংসায় নবীন

0
3

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম‍্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মার ১৩১ রান। তবে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। ৫৫ রানে অপরাজিত তিনি। তবে বুধবার ম‍্যাচে এসব কিছুকে ছাপিয়ে গেল এক অন‍্য দৃশ‍্য। যা হল বিরাট কোহলি-নবীন উল হকের সৌজন্যতা।

২০২৩ আইপিএল-এর সময় শিরোনামে উঠে এসেছিল বিরাট-নবীনের ঝামেলা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং লখনৌ সুপার জায়েন্টসের নবীন উল হকের বিবাদে সরগরম হয়েছিল আইপিএল। সেই ঝামেলায় জড়িয়ে পরিয়েছিলেন গৌতম গম্ভীরও। আর বুধবার ভারত-আফগান ম‍্যাচে দেখা গেল অন‍্য ছবি। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। বুধবার কোহলি-নবীন হাত মিলিয়ে নিলেন হাসি মুখে। পরস্পরের পিঠ চাপড়ে দিলেন। বিশ্বকাপের মঞ্চে উধাও সব। বুধবার ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম‍্যাচ। কোহলির ঘরের মাঠ। সেই ম‍াঠেই নবীনকে দেখে কোহলি কোহলি চিৎকার করতে থাকেন দর্শকেরা। দিল্লির দর্শকদের কোহলি হাত দেখিয়ে চুপ করতে বললেন। এরপরই পরস্পরের পিঠ চাপড়ে দিলেন বিরাট-নবীন।

ম‍্যাচ শেষে বিরাটের প্রশংসাও করেন নবীন। তিনি বলেন,”ও দারুণ ছেলে। খুব ভাল ক্রিকেটার। ম্যাচের পর আমরা হাত মিলিয়েছি। মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও বিরোধিতা নেই। লোকজন এটাকে বড় করে দেখায়। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। কোহলি আমাকে বলল পুরনো সব জিনিস ভুলে যেতে। আমিও বললাম, সব ভুলে গিয়েছি। তারপরে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরি আমরা।”

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ