ফের এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। ফের সেই লখিমপুর খেরি। বিজেপি শাসিত এই রাজ্যে ফের এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিল বছর তেরোর এক নাবালিকা। আখের খেত থেকে দেহ উদ্ধারের পর দেখা যায় নাবালিকার সারা শরীরে একাধিক ক্ষত। দুটি চোখ খুবলে নেওয়া হয়েছে। ঘটনার বীভৎসতায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

গত রবিবার স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি ওই নাবালিকা। পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। শুরু হয় তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শারীরিক অত্যাচারের পর নির্মমভাবে খুন করা হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। একটি টুইটে তৃণমূল বলেছে, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আরও একটি হাড়হিম করা অপরাধ! লখিমপুর খেরিতে একটি আখ ক্ষেতে ১৩ বছর বয়সী এক কিশোরীর বিকৃত মৃতদেহ উদ্ধার হয়েছে।” তৃণমূলের প্রশ্ন, “আর কতদিন? যোগী আদিত্যনাথ কবে আপনার ডবল ইঞ্জিন ডিজাস্টার সরকারের এজেন্ডায় মানুষের নিরাপত্তা থাকবে? এটা স্পষ্ট যে উত্তরপ্রদেশে বিজেপির শাসন কালে, মানুষের জীবনের একনয়াও মূল্য নেই!” গত জুনেও উত্তরপ্রদেশেরই ফিরোজ়াবাদ জেলায় এমনই এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।










































































































































